ঋণ নিয়ে পরিশোধ না করায় ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ৫ পরিচালক হলেন—মো. সামশুল আলম, নুরুল আবছার, কামরুন নাহার বেগম, তাহমিন বেগম ও মো. নুরুল আলম।
এ সম্পর্কে জানতে চাইলে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ আজকের পত্রিকাকে বলেন, বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দায়িক ব্যক্তিদের (সাজাপ্রাপ্ত) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই ঘটনায় দায়িক পক্ষ সময়ের আবেদন করে। আজ শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালককে ৫ মাসের সাজা দিয়েছেন।
ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১৫ সালের ৬ এপ্রিল ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা ইলিয়াছ ব্রাদার্স এবং ৫ পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের ঋণ ১৮৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৫৭৩ টাকা।
আদালত সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর ২০১৮ সালে প্রথম আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই ওয়ারেন্ট ইস্যুর বিরুদ্ধে দায়িকগণ উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন মামলা নিষ্পত্তির পর ২০২১ সালে দ্বিতীয় দফায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আসামিরা পুনরায় রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশন মামলায় আসামিদের ৩ মাসে ৩ কিস্তিতে ৫০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়।
উচ্চ আদালতের নির্দেশনা মেনে দায়িকগণ এই টাকা পরিশোধ করেননি। আদালতের ইস্যুকৃত রুল এরই মধ্যে শেষ হয়ে যায়। এরপর বাদী পক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০২১ সালের ২০ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে দায়িকগণ সময়ের আবেদন করলে আজ ওই আবেদনের শুনানি হয়।