হোম > সারা দেশ > চট্টগ্রাম

গেটম্যান সময়মতো বার না ফেলাতেই দুর্ঘটনা, ৩ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশীর ঝাউতলা রেললাইনে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলমগীর। তাঁর বিরুদ্ধে পাহাড়সমান অভিযোগ স্থানীয়দের। আজ শনিবার ঘটে যাওয়া ট্রেন, বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে তাঁকে দায়ী করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ট্রেন এলেও আলমগীর বার ফেলেননি। এতেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, ঝাউতলার ওই রেললাইন চট্টগ্রামের অন্যতম প্রধান প্রবেশপথ। ঢাকাগামী দূরপাল্লার বাসসহ নগরের ভেতরে চলাচলকারী বিভিন্ন পরিবহন চলে এই রেললাইনের ওপর দিয়ে। সেখানকার গেটম্যান মো. আলমগীর সঠিক দায়িত্ব পালন করেন না। তিনি সাত-আট বছরের শিশু দিয়ে গেট ফেলেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় গেটম্যান আলমগীর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাই ট্রেন আসার সময় বার ফেলা হয়নি। দুর্ঘটনায় গুরুতর আহত সাতজনের অবস্থা সংকটাপন্ন। তবে চিকিৎসকেরা এখনো কিছু জানাননি। 

প্রত্যক্ষদর্শী মো. জসিম উদ্দিন বলেন, `ট্রেন আসতে দেখে আমি পূর্বপাশে দাঁড়িয়ে ছিলাম। ঝাউতলা রেললাইনের পাশে একটি বাস আসার সময় ট্রাফিক পুলিশ মনির (৪৫) সংকেত দিয়েছিলেন। ওই সময় নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি বটতলীর দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি ট্রাফিক পুলিশের সংকেত মানেনি। এ সময় ট্রেনটি বাসের সামনের অংশে সজোরে আঘাত করে। পাশে থাকা একটি সিএনজি অটোরিকশাকে বাসটি পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাফিক পুলিশ মনির ও সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।' 

জসিম উদ্দিন আরও বলেন, ঘটনাস্থল থেকে ৭ থেকে ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে কারও মাথার মগজ নেই আর কারও পা।

ঝাউতলার ওই রেললাইনের পূর্ব ও পশ্চিম পাশে যে দুটি বার রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশের বারটি চিকন ও ভাঙা দেখা গেছে। পাশের বসতিতে থাকেন শাহেনা আকতার। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজকে ট্রেন আসার সময় বারটি ফেলা হয়নি। সম্ভবত গেটম্যান আলমগীর ছিলেনও না। ফলে এই দুর্ঘটনা ঘটেছে। 

ক্ষোভ প্রকাশ করে শাহেনা আক্তার বলেন, ট্রেনের নিচে পড়া এক কলেজছাত্র বাঁচান বাঁচান বলে আকুতি জানাচ্ছিল। ওই সময় কেউ পাশে না গিয়ে ছবি তুলছিলেন। আমি দ্রুত গিয়ে উদ্ধার করি। তাঁর ব্যাগটি বারের পাশে রেখেছি। তাঁর গলায় কলেজের আইডি কার্ড ছিল। 

দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, মৃতদের মধ্যে একজন ট্রাফিক পুলিশও রয়েছেন। 

রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রেলওয়ের জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, গেটম্যানের কোনো অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করব। 

উল্লেখ্য, চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় আজ শনিবার সকাল ১০টার দিকে এই ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ছয়জন। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি