হোম > সারা দেশ > কুমিল্লা

৫ আগস্টের পর জামায়াত সবচেয়ে লাভবান হয়েছে: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

চৌদ্দগ্রামে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নায়েবে আমির ডা. তাহের। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘গত ৫ আগস্টের পর সবচেয়ে লাভবান ও সফল হয়েছে জামায়াতে ইসলামী। আমাদের নিষিদ্ধ করেছিল, প্রতীক কেড়ে নিয়েছিল—আমরা তা ফিরে পেয়েছি। এত বড় সফলতা আর কোনো দল পায়নি আলহামদুলিল্লাহ। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে যদি সরকার গঠন করি, তাহলে ইসলামী আর দেশপ্রেমী শক্তি মিলে নতুন বাংলাদেশ গঠন করব।’

আজ সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর মাদ্রাসা মিলনায়তনে কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়বে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে, এমন বহু কথা ছড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে না, নির্বাচনের মাস ঘোষণার পরই সে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। নির্বাচনের মাস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করার সময় ওয়াদা করেছিলেন গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন হবে। আপনার ওয়াদা যাতে পূরণ হয়, এ জাতি তা দেখতে চায়। নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, তা আপনাকে নিশ্চিত করতে হবে। দেশের মানুষ আর জামায়াতে ইসলামী কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না।

‘কতিপয় দুষ্ট চক্র যদি নির্বাচনকে আবার বিতর্কিত করতে চায়, তাদের প্রতিহত করতে আপনাদের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আইনের মাধ্যমে ফিরে পেয়েছে, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে—আমরা তা-ও পেয়েছি, এবারের নির্বাচন হবে দাঁড়িপাল্লার নির্বাচন, ইনশা আল্লাহ।’

কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহসীন কবিরের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, সাবেক আমির শাহ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমান মুন্না, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাখাওত হোসেন শাওন প্রমুখ।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা