হোম > সারা দেশ > নোয়াখালী

চাঁদা না পেয়ে সন্দ্বীপে ভেকুচালককে গুলি

নোয়াখালী প্রতিনিধি

চাঁদা না পেয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মো. হোসেন (৩৮) নামে এক ভেকুচালককে (খননযন্ত্র) গুলি করার অভিযোগ উঠেছে। আহত হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে সন্দ্বীপের খায়ের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

গুলিবিদ্ধ মো. হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের উড়িরচর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। জায়গাটি চট্টগ্রামের সন্দ্বীপের পাশেই। 

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, হোসেন তাঁর ভেকু (খননযন্ত্র) দিয়ে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করতেন। কয়েক দিন আগে সন্দ্বীপের রাহাত বাহিনীর প্রধান মো. রাহাত ও তাঁর সহযোগী সাদ্দাম ভেকুচালক হোসেনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে এ নিয়ে হোসেনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনের দুই পায়ে গুলি করেন রাহাত বাহিনীর সদস্যরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল সন্দ্বীপ এলাকায়। ভেকুচালক হোসেনকে রাহাত বাহিনীর লোকজন গুলি করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু