বগুড়ার শেরপুরে পরকীয়া সন্দেহে এক ব্যক্তির মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), একই এলাকার মৃত আক্কেল মুন্সীর ছেলে আবুল হোসেন (৬০) ও মৃত ফরিদ শেখের ছেলে মিজানুর রহমান মিস্টার (৪০)।
মামলা সূত্রে জানা গেছে, লালমনিরহাটের এক পীরের মুরিদ হাফিজুল ইসলাম (৪১) গত মঙ্গলবার রাতে নওদাপাড়ায় তাঁর ভাগনি কোহিনুরের বাড়িতে বেড়াতে এসে রাত্রিযাপন করেন। পরদিন সকালে পরকীয়ার অভিযোগ তুলে এলাকার কতিপয় ব্যক্তি ও ভাগনির স্বামী সাইফুল মিলে তাঁর মাথার চুল কেটে দেন। এ ঘটনা তিনজনকে আসামি করে এবং অজ্ঞাত সাত-আটজনের নামে হাফিজুল মামলা দায়ের করেন।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে করে আদালতে পাঠানো হয়েছে।