হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ‘বাড়িতে ডেকে’ খুনের আসামিকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের শহরদিঘি গ্রামে হত্যার ঘটনা ঘটে। 

নিহত আলী হাসান (২৮) বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার জিন্না মিয়ার ছেলে। আলী হাসান ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকি হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টার দিকে দুই-তিনজন যুবক আলী হাসানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় আলী হাসান পুলিশকে জানায়, বাড়িতে বঁটিতে পড়ে গিয়ে বুকের নিচে জখমপ্রাপ্ত হয়েছেন। হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার পর ওই যুবক মারা যান। 

এ সময় তাঁর সঙ্গে আসা যুবকেরা লাশ রেখে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এর পরপরই পুলিশ অনুসন্ধানে নেমে জানতে পারে শহরতলির শহরদীঘি গ্রামে এক বাড়িতে আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

নিহত আলী হাসানের চাচা আপেল মিয়া বলেন, ‘৮-৯ মাস আগে হত্যা মামলা থেকে জামিনে মুক্ত হয় আলী হাসান। এরপর থেকে আলী হাসান হকার্স মার্কেটে কাপড়ের দোকান করত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার বন্ধু সবুজ সওদাগর শহরদীঘি গ্রামে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই বাড়িতেই আলী হাসানকে ছুরিকাঘাত করা হয়। পরে তারাই মেডিকেলে নিয়ে যায় এবং মারা গেলে লাশ রেখে পালিয়ে যায়।’ 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩