হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে দুই শিক্ষার্থীকে পিষে দিল পাথরবাহী ট্রাক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান পার্শ্ববর্তী কৃষ্ণপুরের মৃত জাহিদুল ইসলামের ছেলে ও সম্পদ কুমার একই এলাকার হৃদয় কুমারের ছেলে। দুজনই শেরপুরের সামিট স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। 

এলাকাবাসী জানান, নিহত দুজন মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তারা মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম লাশ দুটি উদ্ধার করে। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ট্রাকটি চান্দাইকোনা এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান বানিউল ইসলাম। 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩