বগুড়ার শেরপুরে ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার পাচার করার সময় ছয়জনকে আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানকারী দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটি অভিযানকারী দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর থেকে কয়েকটি ট্রাকবোঝাই সরকারি আমদানীকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সারগুলো অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রিন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে তিনটি ট্রাকবোঝাই ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার আটক করে। এ সময় ছয়জনকে আটক করা হয়।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানীকৃত সার অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, র্যাব আটককৃত সার, তিনটি ট্রাক ও ছয়জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।