হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তের হামলায় শ্রমিক লীগ নেতা আহত

বগুড়া প্রতিনিধি

আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে জখমের পর থানায় সোপর্দ করে একদল দুর্বৃত্ত। পুলিশ তাঁকে গ্রেপ্তার না করায় পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া বিআরটিসি বাস ডিপোতে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) বগুড়া বাস ডিপোর সাধারণ সম্পাদক।

হাসপাতালে আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে আমি বিআরটিসি অফিসে বসে ছিলাম। রাত ৯টার দিকে কয়েকজন যুবক আমাকে অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড দিয়ে পিটিয়ে প্যান্টের পকেটে থাকা অফিসের ৩৩ হাজার ৯০০ টাকা এবং মানিব্যাগে থাকা ব্যক্তিগত ১৯ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

পরে কিছু লোকজন আমাকে থানায় নিয়ে যায়। সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয়।’

আলমগীর হোসেন আরও বলেন, ‘আমি একসময় বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে সেই কমিটি বিলুপ্ত। কী কারণে মারধর করা হলো সেটা আমি জানি না।’

বিআরটিসি বাস ডিপোর কয়েকজন কর্মচারী জানান, আলমগীর হোসেন বিআরটিসির বাসচালক হলেও তিনি বাস চালান না, বহিরাগত চালকেরা তাঁর নামে বরাদ্দ করা বাস চালান। আলমগীর হোসেন ডিপো ম্যানেজারের ঘনিষ্ঠজন হওয়ায় তাঁর প্রভাব এখনো রয়েছে।’

ডিপোতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চাঁদা নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জেরে গতকাল রাতে আলমগীরের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে কথা বলতে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোন এবং খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘মব সৃষ্টি করে আলমগীরকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁর নামে কোনো মামলা নাই। বিআরটিসির লোকজন তাঁকে থানায় নিয়ে এসেছিল। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। যারা মব সৃষ্টি করে সরকারি কর্মচারীর ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে লিখিত দিলে মামলা নেওয়া হবে।’

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার