বগুড়ার শেরপুরে ধর্ষণের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর একটি আভিযানিক দল। আটক মো. মন্টু মিয়া (৩৮) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মো. মমতাজ উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় তাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৫ জুন প্রতিবেশী এক গৃহবধূকে মন্টু মিয়া তাঁর বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। কিন্তু মন্টু মিয়া পালিয়ে যান। পরের দিন ভুক্তভোগী শেরপুর থানায় একটি মামলা করেন। পাশাপাশি র্যাব ১২ বগুড়া ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে র্যাবের গোয়েন্দা দল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করে। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে বলে র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. নজরুল ইসলাম জানান।