হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ৪ বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পিসিভাটা এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। 

জানা যায়, আটক মো. মিলন মিয়া (২৫) মহিপুর পিসিভাটা এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তিনি একজন ধান-চালের ব্যবসায়ী। ভুক্তভোগী শিশুটির মা জানান, প্রতিদিনের মতো তিনি তাঁর মেয়েকে নিয়ে এক চাতালে কাজ করতে যান। এই চাতালের পাশেই মিলনের চাতাল। দুপুরে মেয়ে সেখানে গোসল করতে গেলে মিলন টিভি দেখানোর কথা বলে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। 

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘ঘটনার সময় কাজে ব্যস্ত ছিলাম। মিলন আমার মেয়েকে ফুসলিয়ে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে। মেয়ের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে মিলনকে আটক ও শিশুকে উদ্ধার করে। পরে খবর পেয়ে শেরপুর থানার এসআই শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মিলনকে আটক করে থানায় নিয়ে যান। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩