বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৫ জন মারা গেছেন। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মো. আলী হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
সর্বশেষ মৃতদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।
ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৪৯৯টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৫ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
ডা. তুহিন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪০৯ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২৪ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৬১৩। তবে এদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৭৩ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।