বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রফিকুল ইসলাম (৬২) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ আর হাফিজার রহমান (৮৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একই সময়ের মধ্যে ২৯৮টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ১৬ শতাংশ।
মৃত রফিকুল বগুড়া সদরের ও হাফিজার রহমান আদমদীঘি উপজেলার বাসিন্দা ছিলেন।
আজ সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা যায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় একজনের মৃত্যু হওয়ায় মোট মারা গেছেন ৮০৭ জন। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৯ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪৭, মো. আলী হাসপাতালে ২৮, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন আছেন।