হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বাসচাপায় পাঁচজন নিহতের ঘটনায় গ্রেপ্তার চালক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় বাস চাপায় সিএনজি চালকসহ ৫ জন নিহতের ঘটনায় বাসচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, গত ২৬ জানুয়ারি শেরপুরের মির্জাপুর থেকে যাত্রীবোঝাই একটি সিএনজি চালিত থ্রি-হুইলার উপজেলার ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজিটি উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন যাত্রী নিহত হন। 

পরবর্তীতে নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাতনামা হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবার র‍্যাব-১২ এর কাছে ঘাতক চালককে গ্রেপ্তারের জন্য একটি লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে রাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মামলা ও অভিযোগের প্রেক্ষিতে সদর কোম্পানির একটি চৌকস অভিযানকারী দল আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জের সলঙ্গার একতা হোটেলের সামনে থেকে বাসচালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩