হোম > সারা দেশ > বগুড়া

৫ মাস পর করোনায় মৃত্যুশূন্য বগুড়া

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় ও উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই। এতে পাঁচ মাসের মধ্যে শূন্য মৃত্যুর একটি দিন পার হলো জেলায়। একই সময়ে ২১৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। 

ডা. সাজ্জাদ-উল-হক জানান, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত জেলায় নতুন মৃত্যু না থাকায় মোট করোনার মৃতসংখ্যা ৭৬৪ জনেই অপরিবর্তিত রয়েছে। করোনায় মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৭১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তবে এই মৃত্যুর তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

তিনি বলেন, জেলায় নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬ র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হন দুজন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৭৫ শতাংশ। 

বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৪৭ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৫৬, টিএমএসএস হাসপাতালে ১৭ ও উপজেলা হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন। 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩