হোম > সারা দেশ > বগুড়া

ফেনসিডিলকাণ্ডের পর বগুড়ায় আরও ৮ পুলিশ সদস্য বদলি

প্রতিনিধি

বগুড়া: শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একসঙ্গে আটজন পুলিশ সদস্যকে বদলির আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফয়সাল মাহমুদ। তবে এ আটজনই বগুড়া জেলার অন্তর্গত বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি হয়েছেন।

এর আগে গতকাল সোমবার পুলিশ তদন্ত কেন্দ্রে বদলির আদেশ পৌঁছায়। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ আদেশ দেন।

আদেশ সূত্রে জানা গেছে, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমানকে সোনাতলা, এএসআই মিজানকে সারিয়াকান্দি থানায় বদলি করা হয়েছে। আর কনস্টেবল মিজানুর রহমানকে দুপচাঁচিয়া, কিবরিয়াকে সারিয়াকান্দি, অরুপকে ছিলিমপুর পুলিশ ফাঁড়ি, মিলন রহমানকে আদমদীঘি, সজিব রহমানকে গাবতলী থানার বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে ও মোজাফফর আলীকে গাবতলী মডেল থানায় বদলি করা হয়েছে।

এর আগে শিবগঞ্জ সার্কেল অফিসের কনস্টেবল আলাউদ্দিনকে নন্দীগ্রাম থানার কুমিড়া পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।

গত ৩ এপ্রিল যানবাহন তল্লাশিকালে ঢাকাগামী বাস খালেক পরিবহন থেকে নাজিম নামের এক ব্যক্তিকে ৫০ বোতল এবং পিংকি পরিবহন নামের বাস থেকে সাইফুল ইসলাম নামের একজনকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

তবে পিংকি পরিবহন থেকে উদ্ধার করা ১৯৮ বোতল ফেনসিডিলের স্থলে ১১০ বোতল জব্দ দেখিয়ে সাইফুলের নামে মামলা দেওয়া হয়। বাকি ৮৮ বোতল ফেনসিডিল পুলিশের এক কর্মকর্তা সোর্সের মাধ্যমে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগের পর গত ২১ এপ্রিল তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। তারা হলেন, শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহীনউজ্জামান এবং এসআই সুজাউদ্দৌলা।

ওই সময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির ঘটনায় অভিযোগ ওঠার পর শাহীনউজ্জামানকে ওআর হেডকোয়ার্টার হিসেবে ও সুজাউদ্দৌলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় আরিফুলকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।

নতুন করে আটজনের বদলির বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল মাহমুদ বলেন, একসঙ্গে আট জনকে বদলি করার পেছনে কোনো বিশেষ কারণ নেই। ফেনসিডিল কেলেঙ্কারি সঙ্গে এই আটজনের কোনো সম্পৃক্ততা নেই।

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩