হোম > সারা দেশ > ভোলা

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র

ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি মোকাবিলা ও মানুষের জানমালের ক্ষতি এড়াতে ভোলার জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

জেলা প্রশাসক বলেন, ‘ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবিলায় ইতিমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।  

জেলা প্রশাসক আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুত আছে ২ লাখ ২৯১ মেট্রিক টন চাল ও ১ হাজার ১৫ প্যাকেট শুকনো খাবার।

এ ছাড়া ৬ লাখ ২২ হাজার নগদ টাকা রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে দুর্যোগকবলিতদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হবে।

এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ