হোম > সারা দেশ > পটুয়াখালী

ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে বিএনপির দুই নেতার মারামারি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাতে পৌরশহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঈদ বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌর শহরের এতিমখানা এলাকায় ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটানো নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধার সঙ্গে উপজেলা যুবদলের সদস্য কালামের বাগ্‌বিতণ্ডা হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কালাম ও কাজল মৃধা আহত হন। আহতদের মধ্যে কালাম রক্তাক্ত জখম হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

টিয়াখালী ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. জসিম প্যাদা জানান, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার এটি মিটমাট করে দিয়েছেন। এ সময় উভয়কে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ছাড়া এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু