হোম > সারা দেশ > পটুয়াখালী

নিষেধাজ্ঞার আগের দিন কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আজ ১৩ অক্টোবর থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। তাই নিষেধাজ্ঞার আগে শেষ দিনে পটুয়াখালীর কলাপাড়া শহরসহ বিভিন্ন বাজারে মাইকিং করে ইলিশ বিক্রি করতে দেখা যায় বিক্রেতাদের। তবে ক্রেতারা জানিয়েছেন দাম খুব একটা কমেনি।

সন্ধ্যার পর পরই মাইকিং করে কলাপাড়া পৌর শহরের মাছ বাজার, আলীপুর, মহিপুরসহ উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ইলিশ বিক্রি শুরু হয়। ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত হয়ে ওঠে এসব বাজার। তবে আগের তুলনায় দাম তেমন কমেনি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল ১৫ শ থেকে ১৬ শ টাকা কেজি দরে। 

শুক্রবার ও শনিবার দুই দিনে গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেদের নিয়ে আসা ইলিশই দক্ষিণের এসব বাজারে  বিক্রি হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।

কলাপাড়া পৌর শহরের মাছ বাজারে আসা ক্রেতা জুয়েল হোসেন বলেন, রাত ১১টা পর্যন্ত বাজারে ছিলাম। মাইকিং করে মাছ বিক্রি হলেও মাছের দাম তেমন কমেনি। 

অপর ক্রেতা এরশাদুল ইসলাম বলেন, জাটকা সাড়ে চার শ টাকা দিয়ে কিনেছি। ইলিশের দাম অনেক চড়া।

কলাপাড়া বাজারের মাছ বিক্রেতা মাসুম বলেন, বাজারে আজ জাটকা সাড়ে ৩ শ থেকে শুরু করে ১৬ শ টাকা পর্যন্ত কেজির ইলিশ বিক্রি হয়েছে। পাইকারি মাছের দাম বেশি থাকায় বিক্রি করে তেমন লাভ করা যায় না। পূর্ব পুরুষের পেশায় আছি তাই বাদও দিতে পারি না। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞার খবরে মধ্যরাত পর্যন্ত মাছ বাজারে ক্রেতা বিক্রেতার মিলন মেলা ছিল। এ বছর মাছ কম ধরা পড়ায় দাম অনেকটা বেশি ছিল। আশা করছি নিষেধাজ্ঞা শেষে মাছ বেশি পাওয়া যাবে। তখন দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে।

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল