শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১১ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ হয়। এতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ ৯টি সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।
এ সময় বক্তারা শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা, সাপ্তাহিক ছুটি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ পুনর্বাসন না করে নগরী থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন কুমার দত্ত, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি একে আজাদ, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, শ্রমিক নেতা আবু সাঈদ ও আবুল হাসেম প্রমুখ।