হোম > সারা দেশ > ভোলা

নিখোঁজের এক দিন পর তেঁতুলিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে নিখোঁজের এক দিন পর মো. হানিফ চৌকিদার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত হানিফ চৌকিদার বোরহানউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, আজ সকালে ওই বৃদ্ধের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

গতকাল মঙ্গলবার তেঁতুলিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন হানিফ চৌকিদার। দুপুর থেকে রাত পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ওই বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত ফায়ার সার্ভিস টিম ও বরিশাল থেকে নিয়ে আসা ডুবুরি দল ওই বৃদ্ধের সন্ধান চালায়। অনেক খোঁজাখুঁজির পর তাঁর মরদেহ না পায়নি। আজ সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০