হোম > সারা দেশ > ভোলা

নিখোঁজের এক দিন পর তেঁতুলিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে নিখোঁজের এক দিন পর মো. হানিফ চৌকিদার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত হানিফ চৌকিদার বোরহানউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, আজ সকালে ওই বৃদ্ধের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

গতকাল মঙ্গলবার তেঁতুলিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন হানিফ চৌকিদার। দুপুর থেকে রাত পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ওই বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত ফায়ার সার্ভিস টিম ও বরিশাল থেকে নিয়ে আসা ডুবুরি দল ওই বৃদ্ধের সন্ধান চালায়। অনেক খোঁজাখুঁজির পর তাঁর মরদেহ না পায়নি। আজ সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু