পটুয়াখালীর কলাপাড়া (নিজ উপজেলা) সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিনকে শোকজ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নির্দেশক্রমে অবহিত করা যাচ্ছে যে নিজ এলাকায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ লিখিত জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১৩ মে পটুয়াখালীর কলাপাড়া ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সার্ভিস জেটি ঘাট নিয়ন্ত্রণ নিয়ে ধানখালী ইউনিয়ন বিএনপির নেতা শাহিন মৃধা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।