হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে এ হামলার ঘটনা ঘটে। 

জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, জেলা ছাত্রদলের সদস্য মকোদ্দেস ও মো. মুন্না সেখ গুরুতর আহত হয়েছেন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় বিএনপির কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

এর আগে জেলা বিএনপির আয়োজনে শহরের পোস্ট অফিস সড়কে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন প্রমুখ। 

বক্তারা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেন এবং ভোলায় ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা