হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বঙ্গমাতা সেতু সড়কে টমটম খাদে পড়ে নিহত ১, আহত ৩

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে রডবোঝাই একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহিদুল ইসলাম জাহিদ (২৯) নামের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে পিরোজপুর-বরিশাল সড়কের বঙ্গমাতা সেতুর পিরোজপুর অংশের সেতু সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। 
 
জাহিদুল ইসলাম জাহিদ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুরের সিরাজুল ইসলামের ছেলে। এ সময় টমটমে থাকা অপর তিন শ্রমিক সজীব মাঝি, গৌরভ দাস ও লিটন খান গুরুতর আহত হন। তাঁদের সবার বাড়ি পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুর এলাকায়। 

প্রত্যক্ষদর্শী আজমীর খান জানান, কাউখালী থেকে একটি টমটম রডবোঝাই করে পিরোজপুরের দিকে আসছিল। বঙ্গমাতা সেতুটি পার হয়ে সেতু সংযোগ সড়কে দ্রুতগতিতে চলার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই টমটমের চালক জাহিদ মারা যান। পরে স্থানীয়রা টমটমে থাকা অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। 

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রমজান আলী জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ টমটমটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী