হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে বয়স্ক ভাতায় নাম তোলার কথা বলে জমি লিখে নেওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে এক বৃদ্ধার জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁরই ভাতিজাদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও এর সমাধান না হওয়ায় ওই নারী গতকাল বৃহস্পতিবার বাউফল থানায় অভিযোগ জানিয়েছেন। ভুক্তভোগী রওশন বেগম উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত মোসলেম ফকিরের স্ত্রী।

রওশন বেগম বলেন, ‘আমার মামাতো ভাই ফজলে আলী হাওলাদারের ছেলে শহিদ, মোসলেম এবং আরেক মামাতো ভাই সিদ্দিক হাওলাদারের ছেলে মো. মামুন হোসেন আমাকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে বাউফলে এক অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে একটা কাগজে টিপসই দিতে বলে। আমি না বুঝে টিপসই দেই। পরে তারা আমাকে ২৫ হাজার টাকা দেয়।’

রওশনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫) বলেন, ‘আমার মা অত্যন্ত সহজ-সরল মানুষ। তাঁকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে প্রতারণা করে বাউফল সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে শহিদুল ইসলাম, মোসলেম ও মামুন প্রত্যেকে ৪.৭৬ শতাংশ করে ১৪.২৯ শতাংশ জমি দলিল করে লিখে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। প্রায় আড়াই মাস পর বিষয়টি জানতে পারি। এরপর তাদের কাছে জানতে চাইলে তারা বলে স্থানীয়ভাবে বসে এর একটা সমাধান করবে।’

হুমায়ন কবির আরও বলেন, ‘গত রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা ১ লাখ ৪০ হাজার টাকা দেবে বলে জানায়। কিন্তু দুই দিন পার হলেও তারা কোনো টাকা দেয়নি। এখন টাকা চাইলে তারা বলে, কোনো টাকা দেওয়া হবে না। জমি নাকি তারা কিনে নিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম, মো. মোসলেম ও মামুন হোসেন বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। রওশন বেগম স্বেচ্ছায় আমাদের জমি লিখে দিয়েছেন।’ সালিস বৈঠকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন কি না জানতে চাইলে তাঁরা কোনো জবাব দেননি।

এ বিষয়ে বাউফল সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা বলেন, ‘দলিল রেজিস্ট্রি করার আগে আমি জমিদাতা নারীর কাছে একাধিকবার জানতে চাই তিনি স্বেচ্ছায় জমি দিচ্ছেন কি না। তারপরও প্রতারণার ঘটনা ঘটে থাকলে দলিল বাতিলের জন্য ভুক্তভোগী আদালতে মামলা করতে পারেন।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা