হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহাগ শেখ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। সোহাগ ওই গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজান হাওলাদার এই তথ্য জানান।

নিহতের ভাই শিপন শেখ বলেন, তাঁর ভাই সোহাগ শেখকে গতকাল সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ফোনে ডেকে নেওয়া হয়। পাশের মাতুব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু, এমামসহ কয়েকজন মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শিপন শেখ আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে তাঁদের সঙ্গে ওই পক্ষের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামের একজন খুন হন। সেই মামলায় প্রধান আসামি করা হয় সোহাগ শেখকে। সেই মামলায় কিছু দিন আগে সোহাগ কারাগার থেকে জামিনে মুক্ত হয়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। আগে কয়েকবার তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার বলেন, সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাঁর ভাগনে সামসুর রহমান কাছেই ছিল। কারা কুপিয়েছে, তা সে দেখেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামের একজন খুন হয়েছে। সেই মামলায় সোহাগকে এক নম্বর আসামি দিয়েছিল তারা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে জমি নিয়ে শত্রুতার জেরে সোহাগ শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি