হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির পদবঞ্চিতের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে এবং তা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি সদর রোড থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় নেতা-কর্মীরা ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ নেতাদের দায়ী করেন।

নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর বিএনপির এক নেতা বলেছেন দল চালাতে টাকাওয়ালা লোক লাগে। যাঁর টাকা আছে তাঁকে পদ দেওয়া হবে। এ জন্যই তাঁকে বাদ দিয়ে আমেরিকা প্রবাসী মাসুদ হাওলাদারকে ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদে ৬ নম্বর ওয়ার্ডের কর্মীরা ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছেন।’

পদবঞ্চিত নেতা কামাল হোসেন বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে যাঁরা টাকা দিয়েছে তাঁদের ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে।’

এর আগে গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ পর্যন্ত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। এত বড় দলে শতভাগ নির্ভুল করে কমিটি করা কঠিন। পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে।’

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা