হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির পদবঞ্চিতের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে এবং তা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি সদর রোড থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় নেতা-কর্মীরা ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ নেতাদের দায়ী করেন।

নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর বিএনপির এক নেতা বলেছেন দল চালাতে টাকাওয়ালা লোক লাগে। যাঁর টাকা আছে তাঁকে পদ দেওয়া হবে। এ জন্যই তাঁকে বাদ দিয়ে আমেরিকা প্রবাসী মাসুদ হাওলাদারকে ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদে ৬ নম্বর ওয়ার্ডের কর্মীরা ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছেন।’

পদবঞ্চিত নেতা কামাল হোসেন বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে যাঁরা টাকা দিয়েছে তাঁদের ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে।’

এর আগে গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ পর্যন্ত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। এত বড় দলে শতভাগ নির্ভুল করে কমিটি করা কঠিন। পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে।’

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ