হোম > সারা দেশ > বরিশাল

ভোক্তা অধিকার মহাপরিচালকের কফিতে মরা মাছি, ৫০ হাজার টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি

বরিশালের অভিজাত হোটেল গ্র্যান্ড পার্কে গত ২ জুলাই বিকেলে কফি পান করতে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। কফি পান শেষে তিনি কাপে মরা মাছি দেখতে পান। ওই ঘটনায় মহাপরিচালক গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে গতকাল বুধবার বিকেলে বরিশালে শুনানি শেষে গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘গত ২ জুলাই মহাপরিচালক বরিশালে এসে গ্র্যান্ড পার্কে কফি পান করেন। কফিতে মরা মাছি পাওয়ায় ৩ জুলাই তিনি তাদের কাছে লিখিত অভিযোগ করেন। এর প্রমাণও তিনি উপস্থাপন করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে শুনানি হয়। হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষ কফিতে মরা মাছি থাকার কথা স্বীকার করেছে। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় হোটেল গ্র্যান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।’ 

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন হোটেল গ্র্যান্ড পার্ক এর মার্কেটিং অফিসার ইরফান সুমন। তবে এই জরিমানা কতটা যৌক্তিক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, ‘ভোক্তা অধিকার মহাপরিচালকের অভিযোগে গ্র্যান্ড পার্কের বিরুদ্ধে এমন ব্যবস্থা আশাব্যাঞ্জক। এ ধরনের উদ্যোগ সাধারণের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। তাহলে সাধারণ ভোক্তা হয়রানির শিকার হবেন না।’ 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ