হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা

পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কঠোর লকডাউনে মানুষের মধ্যে সচেতনতা না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় প্রতিনিয়ত করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টিনে আছেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় সকল ঘরের লোকজনদের মাঝে করোনার উপসর্গ আছে। তাঁদের মধ্যে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না নিয়ে ঘরে বসে গোপনে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমনকি করোনার ভয়ে অনেকের নমুনা পরীক্ষাতেও অনাগ্রহ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যে সকল রোগী হোম কোয়ারেন্টিনে আছেন তাঁদেরকে নিয়মিত মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বোত্তম সেবা দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প কোন কিছুই নাই।

প্রশান্ত কুমার সাহা আরও বলেন, চলমান লকডাউন বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭টি মামলায় ৫২ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা