হোম > সারা দেশ > ভোলা

আমার সব স্বপ্ন শেষ হইয়া গেছে: ছাত্রদল কর্মী ইপ্সিতার মা

ভোলা প্রতিনিধি

সুকর্ণা আক্তার ইপ্সিতা। ছবি: সংগৃহীত

ভোলা সরকারি কলেজের ছাত্রী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মায়ের স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষিত করে মানুষের মতো মানুষ করার। তাই আর্থিক অনটনের মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করে মেয়েকে ভোলা সরকারি কলেজে পড়াশোনা করান। পড়াশোনা শেষে মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল মায়ের।

কিন্তু মায়ের সেই স্বপ্ন ভঙ্গ করে ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিজের মৃত্যুকে নিজেই আলিঙ্গন করলেন সুকর্ণা আক্তার ইপ্সিতা। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ খবর পেয়ে লক্ষ্মীপুর গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন তাঁর বাবা। সেখানে আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ইপ্সিতার মরদেহ। মেয়ের মৃত্যুর খবরে শোকাহত সুকর্ণা আক্তার ইপ্সিতার মা-বাবাসহ পুরো পরিবার।

আজ মঙ্গলবার সকালে ইপ্সিতার মায়ের সঙ্গে কথা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘খাইয়া না খাইয়া মেয়েরে এতটুকু পর্যন্ত পড়ালেখা করাইছি। আজ আমার সবকিছু বৃথা হইয়া গেছে। আজ আমার মেয়ে নাই। আমার সব স্বপ্ন শেষ হইয়া গেছে।’

ইপ্সিতার মা বলেন, ‘তিন ছেলে-মেয়ের মধ্যে ইপ্সিতা ছিল সবার বড়। আমাদের ইচ্ছা ছিল সবাইকে পড়ালেখা করাইয়া মানুষের মতো মানুষ বানানো। তাই ওদের বাবা অটোরিকশা চালিয়ে সামান্য আয় দিয়ে পড়ালেখা করানোর চেষ্টা চালান। যাহাতে আমাদের মৃত্যুর পরে অন্যের ওপর নির্ভরশীল হইয়া না থাকতে হয়।’ মেয়েকে হারিয়ে এখন এ হতভাগা মায়ের বুকে যেন কষ্টের পাহাড় জমেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, নিহত সুকর্ণা আক্তার ইপ্সিতা ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী হলেও তাঁকে বহনকারী কর্ণফুলী-৪ লঞ্চটি চাঁদপুরের অদূরে পৌঁছার পর মেয়েটি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফলে লক্ষ্মীপুর থানা-পুলিশ ও নৌ পুলিশ মামলার তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সহায়তার জন্য ভোলা থানা-পুলিশ এবং গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে। তারাও তদন্তকাজ করছে বলেও জানান ওসি হাচনাইন পারভেজ।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি