হোম > সারা দেশ > পিরোজপুর

৩৭ বছর পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার দিনমজুর হাকিম 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনার রূপসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার আব্দুল হাকিম মাতুব্বর (৭০) পেশায় একজন দিনমজুর। তিনি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে। 

পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলিয়ে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। 

ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তিনি ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় ছিলেন। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ