হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলো দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের মো. সুমন খানের ছেলে আরিয়ান খান এবং মো. জব্বার খানের মেয়ে সারিকা। এদের মধ্যে আরিয়ানের বয়স ২ বছর ৬ মাস এবং সারিকার বয়স ২ বছর ৪ মাস। তারা দুজন চাচাতো ভাইবোন। 

আরিয়ানের দাদা মো. বাবুল খান জানান, সমবয়সী হওয়ায় সারিকা ও আরিয়ান একসঙ্গে খেলাধুলা করত। বেশির ভাগ সময়ই তারা একসঙ্গে থাকত। আজ বুধবার সকালে তারা দুজন বাড়ির সামনে খেলতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আরিয়ানের বাবা সুমন খান বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী রাড়ি বাড়ির সামনে পুকুর থেকে ডুবন্ত দুজনকে হাত ধরা অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মুলাদী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরিয়ানের দাদি সুরাইয়া বেগম বলেন, খেলতে গিয়ে কোনো একসময় তারা পড়ে গিয়েছিল। পুকুরে পানি কম থাকায় তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে আরিয়ানের বাবা উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী বলেন, পানিতে ডোবার কিছুক্ষণের মধ্যেই আরিয়ান ও সারিকার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, শিশুদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল