পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশু শারমিন (৬) ও রুমান (৮) ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় (৮) সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করতে যায়। এ সময় স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।