হোম > সারা দেশ > পটুয়াখালী

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চার জেলে কারাগারে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চার জেলেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে এ অভিযান পরিচালনা করে উপজেলা নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর। 

গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)। 

জানা যায়, ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরায় নৌ-পুলিশ ফাঁড়ি ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় চার জেলেকে গ্রেপ্তার করে। 

এদিকে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান পরিচালনা করে জুয়েল নামের এক মাছ ব্যবসায়ীর গদি থেকে ৫০ কেজি জাটকা ও ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করে। ব্যবসায়ী পালিয়ে গেলেও তার গদি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জব্দ করা মাছ চরঘূর্ণী মাদ্রাসা ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়। 

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন ইলিশ প্রজননের সময়। এ সময় নদীতে মাছ স্বীকার, আহরণ, মজুত, পরিবহন, বেচা-কেনায় নিষিদ্ধ। রোববার অভিযান চালিয়ে বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য স্বীকারের সময় চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। জব্দ করা ১২ হাজার মিটার জাল হাজিরহাট এলাকায় নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা