হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষার্থীদের তল্লাশিতে যুবকের ব্যাগে মিলল ছুরি, গণপিটুনিতে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে এক বাসযাত্রীর ব্যাগে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো ছুরি পাওয়ার পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বাস তল্লাশির সময় নগরের সিঅ্যান্ডবি সড়কের হাতেম কলেজ চৌমাথায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম রাসিফ আকন (২৫)। বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের ইউনুস আকনের ছেলে। তিনি সিলেট জেলায় টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন বলে দাবি তাঁর পরিবারের। 

শিক্ষার্থীদের দাবি, বরগুনাগামী একটি বাস তল্লাশির সময়ে যাত্রী রাসিফ আকনের ব্যাগে রক্তের দাগ লাগানো একটি ছুরি পাওয়া গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে। 

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা অতিক্রম করার সময়ে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা বাসটিতে তল্লাশি করে। যাত্রী রাসিফের ব্যাগে ধারালো ছুরি পেলে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

শিক্ষার্থীদের দাবি, ধারালো অস্ত্রটিতে রক্ত লেগে ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রাসিফ। তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই রাজিব আকন বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় হাজিরা দিতে রাসিফ সিলেট থেকে বাড়িতে ফিরছিল। তার কাছে একটি ছুরি পেয়েছে এ কারণে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাসিফের সঙ্গে থাকা ছুরিটি জব্দ করা হয়েছে। ছুরিটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেই কাপড়ে হালকা ভেজা রক্ত দেখা গেছে। তবে এটি কীসের রক্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। 

এ ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ