হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ, হামলায় আহত ১

পটুয়াখালী ও দশমিনা প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। এ সময় তাঁর অনুসারীদের হামলায় আবদুর রহিম নামের একজন আহত হয়েছেন।

আহত আবদুর রহিম ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্য রিপন কর্মকারের বিচার দাবি করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা দাবি করেন, দশমিনায় গ্রামীণ নারীদের দরিদ্র অবস্থা থেকে উত্তরণে সরকারি সহায়তা দান কর্মসূচির আওতায় ‘ভিডব্লিউবি’ তালিকায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের মাসে ৩০ কেজি চাল দেওয়া হয়। ওই কর্মসূচিতে আইনজীবী, সাংবাদিক, চালের ডিলার, স্বর্ণ ব্যবসায়ী, নিজের নামসহ পরিবারের অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করেন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন কুমার কর্মকার। তিনি একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধিও।

এর আগে ১ ও ২ ফেব্রুয়ারি স্থানীয় আবদুর রহিম ও সাবেক ইউপি সদস্য বজলুর রহমান জেলা প্রশাসক (ডিসি) বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি রিপন কর্মকারের কাজ করা দৈনিক পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রিপন কুমার কর্মকারের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতে চাইলে হুমকি-ধমকি দেন, ভয়ভীতি দেখান। ইউপি সদস্য হয়েও নিজেকে সরকারি সাংবাদিক পরিচয় দিয়ে রিপন কর্মকার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে আসছেন। তাঁর অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে পুলিশ প্রশাসনের লোক ব্যবহার করে ক্ষতি করেন। এর বহু সাক্ষী-প্রমাণ রয়েছে। গোপনে বা প্রকাশ্যে তদন্ত করলেই এর প্রমাণ পাওয়া যাবে।

এ বিষয়ে জানতে রিপন কুমার কর্মকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

দশমিনা সদর ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না, আর জানতেও চাই না।’

এ ব্যাপারে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২৯ জানুয়ারি ‘ভিডব্লিউডি তালিকায় ইউপি সদস্য, ব্যবসায়ী ও উকিল, আছেন সাংবাদিকও!’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা