হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

মো. সোহাগ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী দশমিনায় হত্যা মামলার আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দশমিনা থানা–পুলিশ আসামিকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পার্শ্ববর্তী নেহাগঞ্জ চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যায় সোহাগসহ কয়েকজন। তাদের বিরুদ্ধে নুর ইসলাম হাওলাদারকে মারধর করে খালের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে ওই দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এত আসামি করা হয়েছে–আ. কাইয়ূম, মো. সোহাগ মেম্বর, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোসা. রুনু বেগম, মো. রিপনসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিরা পালাতক।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, নুর ইসলাম হত্যা মামলা ২ নম্বর আসামি মো. সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাঁও থেকে রোববার সন্ধ্যায় দশমিনা থানা-পুলিশ ও গাজীপুর র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ