হোম > সারা দেশ > বরিশাল

সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পাঁচ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। আজ রোববার বিকেলে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ফিস ফ্রাই মার্কেট এলাকায় ডলফিনটি দেখা যায়। এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দু’টি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। 

কমিটির সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সদস্য জুয়েল রানা ডলফিনটি দেখতে পেয়ে খবর দেয়। পরে আমরা বন বিভাগকে জানাই। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে ডলফিনটি দুই-তিন দিন আগে মারা গেছে। কীভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিঠে আঘাতে চিহ্ন রয়েছে।’ 

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা–নিরীক্ষা করব।’ 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজকের পত্রিকা বলেন, ‘ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।’ 

উল্লেখ্য, চলতি বছরে একটি নতুন প্রজাতিসহ মোট চারটি ইরাবতী ডলফিন সমুদ্র সৈকতে ভেসে এসেছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের