ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা পটুয়াখালীর কলাপাড়া সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ মে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসতে পারেন তিনি। পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো. নূর কুতুবুল আলম এই তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৩০ মে বন্যাদুর্গত এলাকা কলাপাড়া পরিদর্শন করতে পারেন। এ নিয়ে আলোচনা চলছে, আমরাও কাজ করছি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় রিমালের কারণে ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ১ হাজার ৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। তা ছাড়া ৫৮ হাজার ৩০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ২৬ কোটি ২১ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। ২৮ কোটি ৬৯ লাখ টাকার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ তাদের বাড়িঘরে ফিরে গেছে।’