হোম > সারা দেশ > বরিশাল

চিকিৎসাসেবার চিত্র দেখে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ, অনেক বেশি রোগী। ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডরে-বারান্দায় অনেক রোগী। পুরোনো ভবনেও অনেক রোগী। সেখানকার ফ্লোরেও রোগী রয়েছে। এ হাসপাতালে রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে, সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়।’

আজ বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যানসার হাসপাতাল এবং শেবাচিম হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বরিশাল শেবাচিম হাসপাতালসহ দেশের আট বিভাগের পুরোনা হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু বরিশালের এই হাসপাতাল ঘুরে যা বুঝলাম তাতে এখানে এক হাজার বেডেও কাজ হবে না, আরও বেশি বেড দরকার হবে। এর পুরোনো অবকাঠামো দিয়েও চলবে না, নতুন অবকাঠামোর প্রয়োজন রয়েছে।’

তিনি শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিভাগীয় ক্যানসার হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণকাজেরও পরিদর্শন করেন।পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক