হোম > সারা দেশ > বরিশাল

চিকিৎসাসেবার চিত্র দেখে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ, অনেক বেশি রোগী। ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডরে-বারান্দায় অনেক রোগী। পুরোনো ভবনেও অনেক রোগী। সেখানকার ফ্লোরেও রোগী রয়েছে। এ হাসপাতালে রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে, সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়।’

আজ বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যানসার হাসপাতাল এবং শেবাচিম হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বরিশাল শেবাচিম হাসপাতালসহ দেশের আট বিভাগের পুরোনা হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু বরিশালের এই হাসপাতাল ঘুরে যা বুঝলাম তাতে এখানে এক হাজার বেডেও কাজ হবে না, আরও বেশি বেড দরকার হবে। এর পুরোনো অবকাঠামো দিয়েও চলবে না, নতুন অবকাঠামোর প্রয়োজন রয়েছে।’

তিনি শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিভাগীয় ক্যানসার হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণকাজেরও পরিদর্শন করেন।পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ, মিলল ববি ছাত্রের মৃত্যুর খবর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু