হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারে লুট, জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর পায়রা বন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ ৩ জেলে। ছবি : আজকের পত্রিকা

পটুয়াখালীর পায়রা বন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি মা’ নামের একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জলদস্যুদের গুলিতে আহত জেলেরা হলেন জালাল শরীফ (৫৫), মো. শাহআলম (৪৫) ও মিজানুর রহমান (২৫)। তাঁদের সবার বাড়ি কলাপাড়ার মহিপুর থানার বিভিন্ন গ্রামে।

আহতদের আজ দুপুরে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত জালাল শরীফের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জালাল শরীফের ডান চোখে গুলি লেগেছে, বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত আছে।

এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ১৩ জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলেন তাঁরা। তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছালে একদল জলদস্যু তাঁদের ট্রলারে বন্দুক দিয়ে ছররা গুলি চালায়। গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় ৩ লাখ টাকার ইলিশ, ১২টি স্মার্টফোন, জ্বালানি তেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা প্রাণ ভিক্ষা এবং ট্রলারটি না নেওয়ার অনুরোধ জানালে দস্যুরা মালামাল নিয়ে চলে যায়।

এ বিষয়ে মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘এফবি মা নামের একটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’

জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা