পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ঢাকাগামী ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, আজ সকালে লঞ্চের স্টাফদের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্তে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ এক সঙ্গে কাজ করছে।