হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

অস্ত্র-মাদকসহ বুলেট গ্যাংয়ের প্রধান গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ‘বুলেট গ্যাং’-এর প্রধান নুরুল আমিন বুলেট ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বুলেটের নিয়ন্ত্রণাধীন টিনশেড ঘরের আড়াল থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশলদিয়া (কান্দিপাড়া) এলাকার নুরুল আমিন বুলেট (৩৭) এবং তাঁর সহযোগী সুকুমার হাওলাদার (৩৮)।

মুন্সিগঞ্জ সেনা ক্যাম্পের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমির টিটি-৩৩ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪টি গুলি, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সেনাবাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা অবৈধ মালপত্র থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ভোটের এক দিন আগেও জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা থাকবে: ইসলামী আন্দোলনের প্রার্থী

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

গাছে গাছে পেরেক ঠুকে বিএনপি প্রার্থীর পোস্টার

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি বন্ধ

হাওরে মিলল পাহারাদারের গলাকাটা মরদেহ

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা: পরোয়ানা থানায় পৌঁছাতে সময় লাগল ৬ মাস

কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

বাস থেকে নামার সময় নারী ও শিশুকে পিষে দিয়ে গেল আরেক বাস