হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

দীপু মনি। ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এ আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

আবেদনে বলা হয়েছে, দীপু মনির ১৬টি ব্যাংক হিসাবে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে হিসাবগুলোতে আছে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।

দুদক বলছে, ডা. দীপু মনি তাঁর অস্থাবর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের মামলা রয়েছে। অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত হলে এসব মামলায় তদন্তে ব্যাঘাত ঘটবে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীপু মনি গ্রেপ্তার হন। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে আছেন।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

হাওরে অতিথি পাখি নিধন থামছেই না

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি