হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় দম্পতির ওপর হামলা: আরও দুজন গ্রেপ্তার, রামদা উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় এক দম্পতিকে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা–পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী ও টঙ্গী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এ ঘটনায় এর আগে মো. মোবারক হোসেন (২৫) রবি রায় (২২) ও মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২) নামের আরও তিনজন গ্রেপ্তার ছিলেন।

আজ বুধবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

ডিসি বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর এক আসামি মেহেদি হাসান সাইফকে টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে আজ ভোরে গ্রেপ্তার হয়। ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল সাইফের হেফাজত থেকে জব্দ করা হয়েছে। ঘটনার সময় সাইফের পরিহিত শার্টও পাওয়া গেছে।

এ ছাড়া আজ সকালে আলফাজ মিয়া ওরফে শিশির ও মেহেদি হাসান সাইফের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ নদীর পাড় থেকে ঘটনার সময় ব্যবহৃত দুটি রামদাও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা মূলত একটি গ্যাং। গ্যাংটির দুই সদস্য বিকট শব্দে মোটর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এ নিয়ে রিকশার যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। এ সময় ভুক্তভোগী মেহেবুল হাসান তাদের ‘ঝামেলা’ করতে নিষেধ করলে তাঁর ওপর হামলা করা হয়।

ডিসি রওনক জাহান জানান, গত সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে সংবাদ পাওয়া যায় যে, উত্তরার ৭ নং সেক্টরের ৯ নং রোডের বাসার সামনে অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রধারী এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। এ সংবাদে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় ঘটনায় জড়িত মো. মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। এ মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া থেকে আসামি আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেপ্তার করা হয়। এই দুজনই ওই দম্পতিকে রামদা দিয়ে কুপিয়েছিলেন।

পুলিশ জানায়, আহত দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১