হোম > সারা দেশ > ঢাকা

কাউন্সিলর একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করামুল হক। ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই এলাকার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে বলেন, পরিবারের সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় কাউন্সিলর একরামুলকে গুলি করে হত্যা করা হয়। তদন্ত চলমান রয়েছে। আরও দুই মাস সময় প্রয়োজন।

পরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল।

এ ছাড়া এ দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ওই এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দিতে সময় চাইলে ৫ অক্টোবর দিন ধার্য করে দেন ট্রাইব্যুনাল।

পাশাপাশি গণ-অভ্যুত্থানের সময় নরসিংদীতে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দিতে ৫ সেপ্টেম্বর ও সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় ঠিক করে দেন ট্রাইব্যুনাল।

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা