হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

যাত্রাবাড়ী পার্কে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে মো. জুয়েল (৪০) নামের একজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৩ মে) রাত সারে ১০টার দিকে যাত্রাবাড়ী পার্ক বৃক্ষ মেলায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেলে আহত জুয়েল বলেন, তাঁর বাসা তেজগাঁও এলাকায়। সে নার্সারি ব্যবসায়ী। যাত্রাবাড়ী পার্কে নার্সারি থেকে গাছ নিয়ে যান বিক্রির জন্য। রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয় মেলার মধ্যে। সেই ককটেলের স্প্রিন্টার তোর বাম পায়ে ও হাতে লাগে। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসি। তবে ককটেলটি কোথা থেকে এসে পড়েছে তা জানাতে পারেননি।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই তিনজনের মধ্যে একজন একটু গুরুতর আহত। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাটি রাত ১০টার দিকে হয়েছে বলে জানা যায়।’

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে। একটি বিস্ফোরণের সংবাদ পাওয়া যায়। বিষয়টি তদন্ত চলছে।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১