হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নজরুলের ১২৬তম জন্মবার্ষিকীতে শিবালয়ে শ্রদ্ধা ও সাংস্কৃতিক আয়োজন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবি ও তাঁর সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতিবিজড়িত স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসন, নজরুল প্রমিলা পরিষদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, হামদ-নাত, গজল, নজরুল সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন চলে। বিকেলে নজরুলের কর্ম ও জীবনের ওপর আলোচনা সভা এবং সন্ধ্যায় ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীরা আজ নজরুল ও প্রমিলার প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘‘দামাল ছেলে নজরুল’’ নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা নজরুলের বিদ্রোহী চেতনা ও জীবনদর্শন তুলে ধরব।’

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শায়েখ শিহাব উদ্দিন, শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন, নজরুল প্রমিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মোন্নাফ, সাধারণ সম্পাদক মো. হাবিব উদ্দিন, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, কবীর মঈন বিশ্বাস প্রমুখ।

শিবালয়ের তেওতা গ্রামেই জন্মেছিলেন কবিপত্নী প্রমিলা দেবী। কবি নজরুল বহুবার এই গ্রামে এসেছেন এবং এখানকার প্রকৃতি ও মানবিক আবহে অনুপ্রাণিত হয়েছেন বলে গবেষকেরা মনে করেন।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১