হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে আদালতে নিজ শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি  

প্রতীকী ছবি

ঝালকাঠিতে আদালতে মামলার বাদী আত্মহত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছেন। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে রক্ষা করেন।

আজ রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন নলছিটি আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদার (৩২) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা করেন আল-আমিনের স্ত্রী।

ওই মামলায় আজ তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল।

স্বামীর বিরুদ্ধে মামলার ফলে স্বামী তাঁকে আর গ্রহণ করবেন না জানানোর পরেই তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। এরপর তাঁর স্বামী তাঁকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা