হোম > সারা দেশ > নাটোর

ট্রেনের দরজা থেকে উঁকি দিয়ে প্রাণ গেল যাত্রীর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজা খুলে বাইরে দেখতে গিয়ে প্রাণ গেছে এক যাত্রীর (৪৫)। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ট্রেনে দরজার পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ দরজার বাইরে মাথা বেরিয়ে উঁকি দেন। এ সময় রেলস্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে নিচে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ব্যক্তির মুখে দাড়ি, জিনসের প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল।

মাধনগর রেলস্টেশন মাস্টার ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে ব্যক্তিটির মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের স্টেশনমাস্টার উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা-পুলিশকে জানানো হয়েছে।

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ